দেলাওয়ার হোসেন

প্রহসনের নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে

সমাবেশ শেষে দেলাওয়ার হোসেন ওই এলাকার ফড়াবাড়ি, মলান খুড়ি, রুহিয়াসহ বিভিন্ন জায়গায় পথসভা ও গণসংযোগ করেন।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
বক্তব্য রাখছেন দেলাওয়ার হোসেন
বক্তব্য রাখছেন দেলাওয়ার হোসেন |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও এক আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৬ বছর যাবত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। স্বৈরাচার শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করার অধিকার হারিয়েছিল। এ দেশের আপামর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আবারো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসন্ন নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠাতে চায়। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে, এখনো বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার তা নিশ্চিত করণে দৃশ্যমান কোনো ভূমিকা জাতি লক্ষ্য করছে না। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো কোনো প্রকার যেনতেন মার্কা নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে আমরা তা প্রতিহত করব।

বুধবার (৩০ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২নং সেনুয়া ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দেলাওয়ার হোসেন আরো বলেন, নির্বাচন ব্যবস্থাই শুধু নয়, রাষ্ট্রের সকল অর্গানগুলোকে বিগত আওয়ামী সরকার পঙ্গু করে রেখেছিল। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে হলে এসব সেক্টরকে অবশ্যই সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে কোনো অবস্থাতেই তা গ্রহণযোগ্য হবে না। তাই আমরা বার বার বলেছি নির্বাচনের পূর্বেই এ দেশের মানুষের কাঙ্খিত সংস্কার দৃশ্যমান হতে হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে এ দেশের ছাত্রজনতা তাদের জীবন উৎসর্গ করেছে কেবলমাত্র একটি গণতান্ত্রিক সমৃদ্ধ নতুন বাংলাদেশ পাওয়ার আশায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের সকল শহীদ, পঙ্গুত্ব বরণকারী এবং আহতদের সেই স্বপ্নকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে, জামায়াত দেশের মানুষকে একটি সুখী-সমৃদ্ধ, দুর্নীতি-চাঁদাবাজ মুক্ত এবং ইনসাফ ভিত্তিক কল্যাণময় বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ।

সেনুয়া ইউনিয়ন জামাআতের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সহকারি জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, রুহিয়া থানা আমির আব্দুর রশিদ।

সমাবেশ শেষে দেলাওয়ার হোসেন ওই এলাকার ফড়াবাড়ি, মলান খুড়ি, রুহিয়াসহ বিভিন্ন জায়গায় পথসভা ও গণসংযোগ করেন।