সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেছেন, ‘স্থানীয়রা সচেতন হলে এবং প্রশাসন ও সবার সম্মিলিত চেষ্টায় সহজেই সীমান্তে হত্যা, অনুপ্রবেশ ও চোরাকারবার রোধ করা সম্ভব হবে। এছাড়া সীমান্তে সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জ দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিজিবি দ্বারা আয়োজিত অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা রোধে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধিনায়ক জাকারিয়া কাদির সীমান্ত এলাকায় জনসাধারণের অবাধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ, গবাদি পশু চরানোর সময় সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করা ও মাদকদ্রব্যসহ যেকোনো চোরাচালান বন্ধে সচেতন হওয়ার নির্দেশনা দেন। সেইসাথে সীমান্তে কোনো ধরনের অপরাধ বা অবৈধ কার্যক্রম দেখলে সাথে সাথে তা বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। এছাড়া স্থানীয় শিক্ষক, কৃষক ও সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার গণমাধ্যমকর্মী, বিজিবি সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।



