বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
দৈনিক নয়া দিগন্তের পঞ্চগড়ের বোদা উপজেলা সংবাদদাতা তোফাজ্জল হোসেন মিনি স্ট্রোকে (ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক) আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
এর আগে বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে তিনি নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়। বর্তমানে তিনি দিনাজপুর মেডিক্যাল কলেজের নিউরোলজি ওয়ার্ডে ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করে সংবাদদাতার বড় ছেলে আব্দুর রহমান বলেন, ‘আব্বা বুধবার রাতে অসুস্থ বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ডাক্তাররা জরুরি ভিত্তিতে দিনাজপুর মেডিক্যাল কলেজে রেফার করেন। প্রায় সাত মাস আগে একবার মিনি স্ট্রোকে আক্তান্ত হয়েছিলেন তিনি। স্থানীয় প্রেস ক্লাব ও সুধীসমাজ আব্বার দ্রুত সুস্থতা কামনা করেছেন।’