গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।
উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।
শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, বিএনপি নেতা আশরাফী হাবিবুল্লাহ, মোহাম্মদ ছোলায়মান আলম, মনিরুজ্জামান খান লাবলু, শাহাবুদ্দিন সিকদার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাসহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।