সোমবার দেশের একাধিক শীর্ষ আলেমের পদচারণায় মুখরিত হবে বোয়ালমারী

‘এবারো দেশের খ্যাতনামা শীর্ষ আলেমদের অংশগ্রহণে এই মাহফিল এলাকায় একটি বৃহৎ ধর্মীয় সমাবেশে রূপ নেবে ইনশাআল্লাহ।’

Location :

Boalmari
ছবি : নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
প্রতিবছরের মতো এবারো দেশের শীর্ষ আলেমদের পদচারণায় মুখরিত হতে যাচ্ছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা। উপজেলার দাদপুর গ্রামের গণি খাঁর মোড়ে অনুষ্ঠেয় ১৩তম ওয়াজ মাহফিল উপলক্ষে আগমন করবেন তারা।

সোমবার (৮ ডিসেম্বর) জোহরের নামাজের পর থেকে গণি খাঁর মোড় সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে বিরাট এই মাহফিলটি অনুষ্ঠিত হবে। গ্রামের ইসলামী যুব সমাজ ও মসজিদের উদ্যোগে মাহফিলটির আয়োজন করা হয়েছে।

মাহফিলে আমন্ত্রিত শীর্ষ আলেমদের অন্যতম হলেন- জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আকরাম আলী, মুহাদ্দিস মাওলানা আবুল খায়ের, মুফতী মিজানুর রহমান সাইদ, মাওলানা নজরুল ইসলাম কাসেমী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদী, মুফতি শরিফুল হক আব্বাসী, মুফতি ইমরান হোসাইন সিদ্দিকী প্রমুখ।

মাহফিলের সভাপতিত্ব করবেন মুফতি জাকির হোসাইন কাসেমী ও সার্বিক তত্ত্বাবধানে থাকবেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।

মাহফিলটির অন্যতম আয়োজক লিয়াকত খান জানান, এবারো দেশের খ্যাতনামা শীর্ষ আলেমদের অংশগ্রহণে এই মাহফিল এলাকায় একটি বৃহৎ ধর্মীয় সমাবেশে রূপ নেবে ইনশাআল্লাহ।

তিনি জানান, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এ মাহফিলের অপেক্ষায় আছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মাহফিল সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলকে মাহফিলে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং মাহফিলের সফলতা কামনায় দোয়া প্রার্থনা করছি।