বন্দর নগরী চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা। আনুষ্ঠানিক প্রচারনা শুরুর প্রথম দিনে বাবা মায়ের কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-১১ আসনে সংসদ সদস্য প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উত্তর কাট্টলি নাজির বাড়িস্থ তার বাবা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মাতা মরহুমা মেহেররুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত করেন ও দোয়া মোনাজাত করেন।
পরে তিনি ২৯ নম্বর ওয়ার্ড কদমতলী থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ জনগণ ও মহিলা গণসংযোগে অংশ নেন।
এ সময় তিনি বলেন, জনগণের ঢল নেমেছে রাস্তায়, ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। মানুষের এর জন্য অপেক্ষা করেছে। সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। এখন মানুষ বিএনপির ত্যাগের প্রতিদান দিচ্ছে, জনগণ বিএনপির পাশে দাঁড়িয়েছে।
গণতন্ত্রের যুদ্ধে জয়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, সকল নাগরিক আজ আনন্দিত। কারণ তারা তাদের মালিকানা ফিরে পেয়েছেন, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং প্রত্যাশিত ভোট দিতে পারবে। দেশের মানুষ যে স্বপ্ন দেখছে তারা মনে করছে বিএনপির মাধ্যমে তার পূরণ করতে পারবে। জনগণের সাথে বিএনপির আস্থার যে রাজনীতি, গণতন্ত্র ও বিএনপি একসাথে মিশে গেছে। তাদেরকে আলাদা করা যাবে না।
আমীর খসরু কদমতলী মোড় হয়ে মাদারবাড়ি ডিটি রোড, ২ নং গলি, জুগিচাদ মসজিদ লেইন, মাঝির ঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরানো কাস্টম, মালুম মসজিদ এলাকা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, মহানগর বিএনপি সদস্য মো: সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, জয়নাল আবেদীন প্রমুখ।
৮ আসনে ধানের শীষের প্রার্থীর পশ্চিম গোমদন্ডীতে পথসভা-গণসংযোগ
চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারনা শুরু করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জুলুম-নির্যাতনের জবাব দিতে হবে। বিগত ১৭ বছরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী গায়েবি মামলায় জেল খেটেছে। এমনকি ভাইবোন আত্মীয়স্বজনের বিয়ে-শাদীতে পর্যন্ত যেতে পারেনি। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর জুলুম থেকে মুক্তি পেয়েছে। তিনি বলেন, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী খাজা রোড, বশরত নগর, চান্দার পাড়া, সবিল আমিন পোলদার পাড়া, পশ্চিম গোমদন্ডী উচ্চ বিদ্যালয়, লালমতি বাপের মসজিদ, তেলী পাড়া ব্রিজ, চরখিজিরপুর জানে আলম উচ্চ বিদ্যালয়, বানু মেম্বারের টেক, চরখিজিরপুর ট্যাক্স ঘর, কালিদরের পুল, দীনবন্ধুর দোকান এলাকায় পৃথক পথসভা ও গণসংযোগকালে তিনি একথা বলেন।
এরশাদ উল্লাহ বলেন, নির্বাচিত হলে আমার প্রথম ও প্রধান কাজ হবে কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করা। এ সেতু নির্মিত হলে বোয়ালখালী এলাকায় শিল্প-কলকারখানা প্রতিষ্ঠা হবে। এতে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপি সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসহাক চৌধুরী, সাবেক সদস্য হামিদুল হক মান্নান, জেলা সদস্য জাবেদ মেহেদী হাসান সুমন, বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবু প্রমুখ।
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী সুফিয়ানের নির্বাচনী প্রচারণা উদ্বোধন
বৃহস্পতিবার দুপুরে কাজীর দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, চট্টগ্রাম-৯ মর্যাদাপূর্ণ একটি আসন। এই আসনের ভোটারণদেরকেও আমরা রাজধানীর ভোটারদের ন্যায় মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা এই আসনের ভোটার তারা রাজধানীর ভোটারদের মর্যাদায় সকল সুযোগ-সুবিধা পাবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, নির্বাচনের দিন আপনার সকালে সকালে ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিবেন। যাতে অতীতের ন্যায় আর কেউ আপনাদের মূল্যবান ভোট ছিনিয়ে নিতে না পারে। তিনি আরো বলেন, এই নির্বাচন গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন।
এসময় চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, আগামী নির্বাচন গণতন্ত্রের পথে উত্তরণে একটি মাইলফলক। গণতন্ত্রকে পুনঃরুদ্ধার করে জনগণের কাঙ্খিত সরকার প্রতিষ্ঠা করতে আমরা ভোটযুদ্ধে নেমেছি। জনগণ তাদের ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কো-অর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, নাজিমুর রহমান, জাহাঙ্গীর আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল প্রমুখ।



