চৌগাছায় অনিয়মের অভিযোগে নোভা এইড হাসপাতাল সিলগালা

চিকিৎসক ও নার্স না থাকা, এক্স-রে করার জন্য নেই রেডিওগ্রাফার ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় নেই ল্যাব টেকনোলজিস্ট, অপারেশনে ব্যবহৃত জীবনরক্ষাকারী বিভিন্ন ওষুধের সংরক্ষণ বিধি না মানা, অপারেশনের বর্জ্য সঠিক নিয়মে সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে এ ক্লিনিক সিলগালা করা হয়।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
যশোরের চৌগাছায় নোভা এইড হাসপাতাল
যশোরের চৌগাছায় নোভা এইড হাসপাতাল |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে নোভা এইড হাসপাতাল সিলগালা করে দিয়েছেন সিভিল সার্জন।

চিকিৎসক ও নার্স না থাকা, এক্স-রে করার জন্য নেই রেডিওগ্রাফার ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় নেই ল্যাব টেকনোলজিস্ট, অপারেশনে ব্যবহৃত জীবনরক্ষাকারী বিভিন্ন ওষুধের সংরক্ষণ বিধি না মানা, অপারেশনের বর্জ্য সঠিক নিয়মে সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে এ ক্লিনিক সিলগালা করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্লিনিকটিতে নানা অনিয়ম চলছিল। অভিযানে দেখা যায়, ক্লিনিকটিতে দুই ঘণ্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসক পাওয়া যায়নি, যেখানে নিয়ম অনুযায়ী সবসময় দু’জন চিকিৎসক থাকার কথা। ক্লিনিকে কোনো ডিপ্লোমাধারী নার্স নেই। এছাড়া ২০২১ সালের পর থেকে ক্লিনিকটির লাইসেন্স নবায়ন করা হয়নি। অপারেশন থিয়েটারে অতিরিক্ত অস্ত্রোপচারের সুতা পড়ে থাকতে দেখা যায় এবং জরুরি ওষুধের তালিকায় থাকা মলদারের ক্যাপসুল ফ্রিজে সংরক্ষিত ছিল না।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি জানান, গোপন অভিযোগের ভিত্তিতে নোভা এইড হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় চিকিৎসা ক্ষেত্রে নানা অনিয়ম ধরা পড়ায় এ ক্লিনিক সিলগালা করা হয়।

তিনি বলেন, ‘ওটির (অপারেশন থিয়েটার) বৈধ কাগজপত্র দেখাতে পারলে সেটি খুলে দেয়া হবে। তবে বৈধ কাগজপত্র ছাড়া কোনো ধরনের অপারেশন করা যাবে না।’

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, ‘নোভা এইড হাসপাতালে চিকিৎসক ও নার্স না থাকা, অপারেশনে ব্যবহার বিভিন্ন ওষুধ সংরক্ষণ বিধি না মানাসহ নানা অভিযোগ ছিল। ফলে এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে ছিল। এসব খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে এ সকল অভিযোগের সত্যতা পাওয়ায় নোভা এইড হাসপাতাল সিলগালা করা হয়েছে।’