আনোয়ারায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ভোরে মাহি নামাজ পড়ে কোরআন শরিফ পড়ছিল। এরপর বাংলা বই নিতে গেলে হঠাৎ বিষধর সাপটি তার কপালে কামড় দেয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
নিহত স্কুলছাত্রী মাহি
নিহত স্কুলছাত্রী মাহি |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় বিষধর সাপের কামড়ে মুনতা মুনছুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আনোয়ারা থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মাহি উপজেলার পরৈকৌড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছত্তরহাট ভিংরোল ইয়াসিন সওদাগর বাড়ির প্রবাসী মনসুর উদ্দিনের বড় মেয়ে।

নিহতের চাচা নাইম জানান, ‘ভোরে মাহি নামাজ পড়ে কোরআন শরিফ পড়ছিল। এরপর বাংলা বই নিতে গেলে হঠাৎ বিষধর সাপটি তার কপালে কামড় দেয়। সাথে সাথে আমরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে পথে সে মারা যায়।’