নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশ গ্রহণে সোমবার দুপুরে নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে সেমিনার কক্ষে ‘ট্রেনিং অন ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসএসইটিইপি) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নোবিপ্রবি শিক্ষকদের অংশ গ্রহণে প্রজেক্ট প্রপোজাল রাইটিং প্রশিক্ষণে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুননবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)।
রিসোর্স পারসন হিসেবে ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ওই প্রজেক্টেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন স্পেশালিস্ট ড. এম শাহরিয়ার রহমান। প্রশিক্ষণে কোর্স ডাইরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রজেক্ট প্রপোজাল তৈরির ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে বিশেষজ্ঞদের অভিজ্ঞতালব্ধ মতামত আপনাদের কাজকে আরো সহজ করবে বলে আমি মনেকরি। আমাদের প্রত্যাশা মান সম্পন্ন প্রজেক্ট প্রপোজাল তৈরির মাধ্যমে আপনারা আরো বেশী ফান্ড নিয়ে আসবেন। এক্ষেত্রে যেসব পয়েন্টে আপনারা সমস্যা অনুভব করবেন এ ট্রেনিংয়ের মাধ্যমে সেসব পয়েন্ট সমাধানের চেষ্টা করবেন।
এ সময় ভাইস চ্যান্সেলর আরো বলেন, ‘ইতিমধ্যে বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা একটি অবস্থান তৈরি করতে পেরেছি। তাই যত বেশি নতুন প্রজেক্ট নিয়ে আসতে পারবো তত বেশি দক্ষ গবেষক তৈরি হবে। প্রজেক্ট প্রাপ্তির ফলে উন্নতল্যাব সুবিধা সহগবেষণার সুষ্ঠুপরিবেশ সৃষ্টি হবে এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশ উপকৃত হবে ‘
উল্লেখ্য, প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং,ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। এতে আইসএসইটিইপি প্রজেক্ট-এ প্রস্তাবনা প্রণয়ন, কাঠামো, বাজেট প্রস্তুত করণ ও জমাদান প্রক্রিয়া সম্পর্কিত দিক-নির্দেশনা দেয়া হয়।