‘দেশকে ভালোবাসার অনন্য নজির গড়েছেন খালেদা জিয়া’

‘খালেদা জিয়া যেমন দেশ ও দেশের সাধারণ মানুষকে ভালোবেসেছেন তেমনি তিনি অসুস্থ অবস্থায় মানুষের দোয়া পাচ্ছেন। সারাদেশে তার জন্য যে পরিমাণ দোয়া মাহফিল হচ্ছে তাতে একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সফল।’

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Sakhipur
টাঙ্গাইলের সখীপুরে পথসভায় বক্তব্য রাখছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর
টাঙ্গাইলের সখীপুরে পথসভায় বক্তব্য রাখছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল বলেছেন, ‘দেশকে কী পরিমাণ ভালোবাসা যায় তার অনন্য নজির দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া যেমন দেশ ও দেশের সাধারণ মানুষকে ভালোবেসেছেন তেমনি তিনি অসুস্থ অবস্থায় মানুষের দোয়া পাচ্ছেন। সারাদেশে তার জন্য যে পরিমাণ দোয়া মাহফিল হচ্ছে তাতে একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সফল।’

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেবরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন রাসেল পথসভায় বলেন, ‘আমি আপনাদেরকে যেসব শীতবস্ত্র দিচ্ছি এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ভোট আপনার যাকে ভালো লাগে তাকেই দেবেন এবং এসব শীতবস্ত্র যাকাতের ফান্ড থেকেও দিচ্ছি না। এগুলো দিচ্ছি আপনাদেরকে ভালোবেসে উপহার হিসেবে।’

তিনি বলেন, ‘আমি যদি কোনো কারণে ভোটে পাশ নাও করি তবুও আপনাদের পাশে থাকব। যেভাবে গত ২০-২৫ বছর ধরে আছি।’

তিনি আরো বলেন, ‘ভোট দেয়ার সময় একটু খেয়াল করবেন, গত ২০-২৫ বছর কোন ব্যক্তি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিল এবং কাকে ভোট দিলে আপনারা ভালো থাকবেন। এসব বিষয় বিবেচনা করে আপনারা ভোট দেবেন।’

এ সময় সালাউদ্দিন রাসেল উপস্থিত সবার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।

উল্লেখ্য, লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল সম্প্রতি ব্যক্তিগত উদ্যোগে সখীপুর ও বাসাইলে ৫২০টি মসজিদে এক কোটি ৩০ লাখ টাকা এবং বিভিন্ন স্কুল ও মাদরাসায় এক কোটি টাকা অনুদান দিয়েছেন।

সেইসাথে সখীপুর ও বাসাইলে এসএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ প্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা ও ক্রেস্ট দেন তিনি। এছাড়াও তার উদ্যোগে চলতি শীত মৌসুমে সখীপুর ও বাসাইলে অসহায় ও নিম্নআয়ের দেড় লাখ মানুষকে শীতবস্ত্র দেয়া হয়।