গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাঘাটা-চিনিরপটল সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবিনা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাঘাটা ওয়াপদা বাঁধের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা উপজেলার চিনিরপটল গ্রামের শাহ আলমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাবিনা এবং মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের করা হবে।



