রাঙ্গাবালীতে বসতঘরে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Rangabali
পুড়ে যাওয়া বসতঘর
পুড়ে যাওয়া বসতঘর |নয়া দিগন্ত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আগুনে সবুজ চৌকিদার নামে একজনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

সবুজ চৌকিদার জানান, মামলার আসামি হওয়ায় তিনি অন্যত্র ঘুমাচ্ছিলেন। আগুন লাগার খবর পেয়ে দৌড়ে এসে দেখেন সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, ‘ঘরে নগদ এক লাখ ৮১ হাজার টাকা ছিল। সব পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। এ আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। আমাদের কাটাখালী গ্রামের বেল্লাল চৌকিদার, রিগান চৌকিদার ও সাগর চৌকিদার নামে তিনজনকে সন্দেহ করছি।’

ঘটনার পর তিনি রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দা মো: জাফর হাওলাদার বলেন, ‘রাতে ডাকাডাকির শব্দ শুনে এসে দেখি সবুজের বাড়িতে আগুন জ্বলছে। আমরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। আমরা চাই প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিক।’

আরেক বাসিন্দা রফিক সিকদার বলেন, ‘প্রতিবন্ধী নারী ও শিশুরা ঘরে ছিল। সৌভাগ্য যে তারা বেঁচে গেছেন। কিন্তু ঘর ও মালামাল পুড়ে গেছে, পরিবারটি এখন পথে বসেছে।’

প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’