ভাঙ্গায় স্বাভাবিক যান চলাচল, বিক্ষোভ মহাসড়কের পাশে

সকাল ৯টার পর আন্দোলনকারীরা দু’একটি স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করেছে। তবে মহাসড়কে যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা নেই। ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ভাঙ্গায় অবরোধেও স্বাভাবিক যান চলাচল, বিক্ষোভ মহাসড়কপারে
ভাঙ্গায় অবরোধেও স্বাভাবিক যান চলাচল, বিক্ষোভ মহাসড়কপারে |নয়া দিগন্ত

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বানে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চললেও মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ সোমবার পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়।

তবে দু’একটি স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করেছেন। তাদের মহাসড়কে উঠে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেয়া হয়নি। সকাল ৯টার দিকে আন্দোলনকারীদের একটি ছোট অংশ মহাসড়কের পাশে অবস্থান নেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রোকিবুজ্জামান বলেন, ‘সকাল ৯টার পর আন্দোলনকারীরা দু’একটি স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করেছে। তবে মহাসড়কে যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা নেই। ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।’

এর আগে ভাঙ্গায় রেলপথ ও মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। থানার এসআই হাবিবুর রহমান ৯০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।