নোয়াখালীর বেগমগঞ্জে এক এতিম পরিবারের বসতঘর উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। নতুন ঘর পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে পরিবারটি।
বুধবার (১৭ আগস্ট) সকালে উপজেলার নরোত্তমপুর গ্রামের ছোট হাজি বাড়ি-সংলগ্ন নতুন বাড়িতে এতিম পরিবার আসমা আক্তারের বসতঘর উদ্বোধন করেন তিনি।
মাওলানা বোরহান উদ্দিন নোয়াখালী-৩ আসন জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান।
জানা গেছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের টঙ্গী শাখার সদস্য রং মিস্ত্রি সাহাব উদ্দিন তিন সন্তান নিয়ে টঙ্গীতে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। জমি কিনে দেয়ার আশ্বাসে রাজি হয়ে তিনি তার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের গ্রামের বাড়ির ঘর-বাড়ি বিক্রি করে এক প্রতারকের হাতে সাত লাখ টাকা তুলে দেন। জমি না পেয়ে তিনি স্ট্রোক করে মারা যান। ভাড়া বাসার কয়েক মাসের ভাড়া বকেয়া পড়ে। স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মো: রুহুল আমিন বকেয়া ভাড়া পরিশোধ করেন এবং কিছু টাকা দিয়ে সাহাব উদ্দিনের পরিবারকে নোয়াখালী পাঠান। সাহাব উদ্দিনের স্ত্রী আসমা সন্তানদের নিয়ে বাবার বাড়ি আশ্রয় নেন।
এ বিষয়ে দৈনিক নয়া দিগন্তের প্রিন্ট ও অনলাইনে একাধিবার প্রতিবেদন প্রকাশিত হলে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা আর্থিক অনুদান দিয়ে আসমার বাবার বাড়ির সামনে তিন শতাংশ জমির উপর একটি ঘর নির্মাণ করেন।
ঘর উদ্বোধনের সময় এতিম পরিবারকে জামায়াতের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন মাওলানা বোরহান উদ্দিন।