মুরাদনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সোমবার দুপুরে বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Cumilla
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরে ডুবে হুমায়রা আক্তার (আড়াই বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হুমায়রা আক্তার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামের রেজাউল করিমের মেয়ে।

সূত্রে জানা গেছে, দুপুরে খেলার ফাঁকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় হুমায়রা। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।