মান্দা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় সাদেক আলী মোল্লা(৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকঠি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী মোল্লা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মরহুম আমির উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাদেক আলী মোল্লা সকালে বাড়ি থেকে বের হয়ে মান্দা সদর এলাকায় বাইসাইকেলে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই পিকআপ ভ্যান এসে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মান্দা থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং লাশ উদ্ধার করা হয়েছে।