ফেনীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় ড. শামসুল আলম

বাংলাদেশে নৈতিকতা ও মূল্যবোধের মহাদুর্ভিক্ষ চলছে

উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমেদ

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni Sadar
অনুষ্ঠানে ২০২৫ সেশনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ৪৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়
অনুষ্ঠানে ২০২৫ সেশনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ৪৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয় |ছবি : নয়া দিগন্ত

ফেনীর ঐতিহ্যবাহী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় অনার্স সবক প্রদান অনুষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: শামছুল আলম।

মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন ড. মোহাম্মদ আলী উল্যাহ, রেজিস্ট্রার মো: আইয়ুব হোসেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমেদ। এ সময় আরো বক্তব্য রাখেন মাদরাসার ফকিহ মুফতি আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো: শামছুল আলম বলেন, আমরা জাগতে হলে, মাদরাসাগুলোকে জাগাতে হলে আমাদের জ্ঞান দিয়ে জাগাতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারেন, কিন্তু তাদের প্রতি আস্থা রাখা যায় না। তারা রডের পরিবর্তে বাঁশ দেয়। কোথাও কোথাও বাঁশও দেয় না। আমাদের দেশের মানুষের নৈতিকতার অভাব রয়েছে। সবাই সুযোগ খোঁজে। বাংলাদেশে নৈতিকতা ও মূল্যবোধের মহাদুর্ভিক্ষ চলছে। এ অবক্ষয় দূর করতে তোমাদের নেতৃত্ব দিতে হবে। এ জন্য আমাদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, ‘বিভিন্ন মাদরাসায় গেলে আমরা হতাশ হই। কিন্তু ফালাহিয়ার মতো প্রতিষ্ঠানে আসলে আমার মন ভালো হয়ে য়ায়। এখানে পরিবেশ আমাদের আপ্লুত করে। তোমরাই পারো দেশকে নেতৃত্ব দিতে। তোমাদেরই নেতৃত্ব দিতে হবে। এ অঞ্চলে ফালাহিয়ার ছাত্রদেরে নেতৃত্ব দিতে হবে। ফালাহিয়া এখন টপ টেনে চলে গেছে। আমি চাই আগামীতে যেন প্রথম হয়।

অনুষ্ঠানে ২০২৫ সেশনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ৪৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।