জয়পুরহাটের পাঁচবিবিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র (৪০) নামের এক যুবকের মৃত্য হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশন থেকে ১০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
পলাশ পৌরসভার তুরিপাড়া মহল্লার পরলোকগত নিলমুনি চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানায়, পলাশ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সে স্টেশন-সংলগ্ন রেললাইনে ঘোরাফেরা করছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেল স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে পলাশের মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।