খাগড়াছড়ির রামগড়ে নিজ বাড়িতে ঘুমের ভেতর মা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২০ আগস্ট) রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমেনা বেগম (৯০) ও তার মেয়ে রায়হানা আক্তার (৩৫)।
জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বাড়ির দরজা খোলা অবস্থায় দেখে সন্দেহ হলে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের মেঝেতে মা-মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে দুপুরের দিকে রামগড় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, আমেনা বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। জমি-জমা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় বাড়িতে কেবল আমেনা বেগম ও তার মেয়ে রায়হানা ছিলেন। অন্য কোনো সদস্য বাড়িতে ছিলেন না।
একজন প্রতিবেশী বলেন, ‘সকালে দরজা খোলা দেখে প্রথমে কিছুই বুঝতে পারিনি। ভেতরে ঢুকতেই দেখি রক্তে ভেসে আছে ঘর। এমন হত্যাকাণ্ড আগে কখনো দেখিনি।’
বাগনটিলা সমাজরকমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ উল্ল্যাহ বলেন, নিহত আমেনা বেগমের পাঁচ ছেলের মধ্যে দু’জন প্রবাসে এবং বাকিরা অন্যত্র বসবাস করে। বাড়িতে বৃদ্ধ আমেনা এবং তার মেয়ে রাহেনা থাকতেন। এ মুহূর্তে বাড়িতে কেউ না থাকায় তাদের দাফনের ব্যবস্থা করতে সমাজ কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে অন্য কোনো কারণও থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সিআইডি দলকেও খবর দেয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।‘