বিচারগানের আসরে আল্লাহ, কোরআন ও সৃষ্টি নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের ঘটনায় দায়ের করা এক মামলায় মানিকগঞ্জের বাউল আবুল সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুরের এক গানের অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুর ইউনিয়নের জাবরা বাজারে খালা পাগলীর বাৎসরিক ওরশ ও মেলায় বিচারগানের আসরে ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে কটুক্তি করেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বেশ ভাইরাল হয়।
এদিকে আল্লাহ ও ইসলাম নিয়ে কটুক্তি করা নিয়ে কয়েক দিন ধরেই ধর্মপাণ মুসল্লিদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। ধর্মপাণ মুসল্লিরা তার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতার ব্যানারে ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য রাখেন মুফতি আব্দুল হান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মজিবুর রহমান, রমজান মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আবুল সরকার আল্লাহর কোরআনের বাণী বা সুরা ভুলভাবে পড়েন। তিনি সুরা শুদ্ধ উচ্চারণ করতে পারেন না। এমনকি সুরা ভুল ব্যাখ্যা করে ভক্তদের গানের মাধ্যমে তরজমা করে থাকেন। তিনি নিজে পীর সেজে ভক্তদের ভুল পথে নিচ্ছেন।
বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে বৃহস্পতিবার ভোরে মাদারীপুরের এক গানের অনুষ্ঠান থেকে আবুল সরকারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সকালে আবুল সরকারকে মানিকগঞ্জ আদালতে উঠালে ধর্মপাণ মুসল্লিরা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম অবমাননা করার অভিযোগে ঘিওর থানায় একটি মামলা হয়।’
ঘিওর থানার ওসি কোহিনুর মিয়া বলেন, ‘এ ঘটনায় ঘিওর সদর ইউনিয়নের কুস্তা গ্রামের বাসিন্দা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ ঘিওর থানায় আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’
উল্লেখ্য, বাউল আবুল সরকার সারাদেশে সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের বাসিন্দা। তার বাবা মরহুম আমজাদ হোসেন।



