উজিরপুরে শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসকের কম্বল বিতরণ

ইতোমধ্যে স্ব-স্ব উপজেলা দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Barishal
উপজেলা প্রশাসকের কম্বল বিতরণ।
উপজেলা প্রশাসকের কম্বল বিতরণ। |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে শীতের হাত থেকে নিম্ন আয়ের মানুষদের রক্ষা করতে রাতের আঁধারে বিভিন্ন এলাকা ঘুরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন উজিরপুর উপজেলা প্রশাসক মো: আলী সুজা।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার বামরাইল, শিকারপুর, উপজেলা হাসপাতালসহ বিভিন্ন এলাকার কয়েক শতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় তিনি নিম্ন আয়ের মানুষের খোঁজ খবর নেন। রাতের আঁধারে ঘরের দুয়ারে উপজেলা প্রশাসককে কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন উপজেলার অসহায় শীতার্ত মানুষেরা।

উজিরপুর উপজেলা প্রশাসক মো: আলী সুজা বলেন, ‘গত কয়েকদিন ধরে কনকনে শীত পড়েছে। এ উপজেলায় ছিন্নমূল মানুষের পাশাপাশি নিম্ন আয়ের মানুষ বসবাস করে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছেন। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এ শীত বস্ত্র নিয়ে ছুটে এসেছি। আমরা এ বছর মাননীয় উপদেষ্টার বরাদ্দ অংশ থেকে ১৯১০ পিছ কম্বল পেয়েছি। ইতোমধ্যে স্ব-স্ব উপজেলা দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।’

এ সময় তিনি বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।

Topics