কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।’

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Eidgaon
কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা |নয়া দিগন্ত

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন থেকে রোকসানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব নাপিত পাড়া শ্বশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত রোকসানা আক্তার (৩৫) ওই এলাকার নুরুল আবছারের স্ত্রী এবং পাশের খুরুস্কুল ইউনিয়নের কাওয়ার পাড়ার নুরুল হক সওদাগরের মেয়ে। নিহতের পাঁচ বছর ও সাড়ে তিন বছর বয়সী দুটি ছেলে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ জানান, পরিবারের সদস্যরা সকালে রান্না ঘরের বাইরের দরজায় গলায় কাপড়ের ফাঁস লাগানো লাশ দেখতে পায়। বিষয়টি থানায় জানালে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে।

ইউপি মেম্বার আরো জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারে কলহ-বিবাদ চলে আসছে। যা একাধিকবার মীমাংসাও করা হয়েছিল।

এদিকে নিহতের পিতা নুরুল হক দাবি করেন, তার মেয়েকে শ্বশুরপক্ষ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তবে ঘটনার পর থেকে শ্বশুর পক্ষের লোকজন গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইলিয়াছ খাঁন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।