জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মুখ্য সচিব আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান মিজানকে আটক করেছে সদর থানা পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) জুলাই-আগস্টের ছাত্র-জনতার ওপর মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে শহরের জাহেদা সফির মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সল মো: আতিক জানান, জুলাই-আগস্টের অভ্যুত্থানে আন্দোলনকারী ছাত্রজনতার ওপর হামলা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ, ২০২৪ সালের পাতানো নির্বাচনে আমলা থেকে এমপি বনে যান প্রভাশালী এই আমলা (আবুল কালাম আজাদ) বর্তমানে নানা দুর্নীতির মামলায় কারাগারে আটক আছেন তিনি।