তাল নিয়ে ঝগড়ার জেরে নারীকে কুপিয়ে হত্যা

তাল নিয়ে ঝগড়ার বিরোধে কমলা (৫০) নামে এক নারীকে মাথায় হাতুড়ি পেটা করে মুখে প্রস্রাব করে আশিক নামে এক মাদকসেবী। পরে টানা হেঁছড়া করে কমলাকে পাশের নির্জন ঝোপে নিয়ে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আশিক।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
গ্রেফতার আশিক মিয়া
গ্রেফতার আশিক মিয়া |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে তাল নিয়ে ঝগড়ার বিরোধে কমলা (৫০) নামে এক নারীকে মাথায় হাতুড়ি পেটা করে মুখে প্রস্রাব করে আশিক নামে এক মাদকসেবী। পরে টানা হেঁছড়া করে কমলাকে পাশের নির্জন ঝোপে নিয়ে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আশিক। শেষে মাটিতে গর্ত করে একাই লাশ পুঁতে দেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঘটনার ৩২ ঘণ্টা পর গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক আশিক মিয়াকে ওই গ্রাম থেকে আটক করে পুলিশ।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার আশিক মিয়া ওই গ্রামের আ: হামিদের ছেলে এবং নিহত কমলা (৫০) একই এলাকার কদম আলীর স্ত্রী বলে জানা গেছে।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা শিকার করে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন আশিক। পুলিশের অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও কোদাল উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত আশিক জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইটের খোয়া ভাঙ্গতে হাতুড়ি কোদাল নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। ঘটনাস্থলে তাল গাছের পাশে বসে ইট ভাঙতে থাকেন তিনি। এ সময় তিনি ৪ থেকে ৫টি তাল কুড়ান। পরে ভোর ৫টার দিকে কমলা এসে আশিকের জমানো তাল নিয়ে যেতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আশিক ওই নারীকে চড় মারেন। এতে কমলা মাটিতে পরে যান। তখন আশিক কমলার মাথায় হাতুড়ি পেটা করেন। একপর্যায়ে কাউকে বলে দেয়ার ভয়ে তিনি ওই নারীকে টানা হেঁচড়া করে পাশের ঝোপে নিয়ে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে লাশ মাটিতে পুঁতে রেখে বাড়ি চলে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বামী বাদি হয়ে মামলা করেছেন। এ হত্যাকাণ্ডের একমাত্র আসামি আশিককে গ্রেফতার করা হয়েছে। আশিক হত্যাকাণ্ডের দায় শিকার করেছেন। তিনি একাই তাকে হত্যা করেছেন।