পিরোজপুরের কাউখালীতে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার পরে কাউখালী উত্তর ও দক্ষিণ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন পিরোজপুর-২ আসনের (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী।
এ সময় বাজারের উভয়ের পাশের অবস্থিত বিভিন্ন দোকানপাটের ব্যবসায়ীর সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণসহ গণ সংযোগ করেন। ব্যবসায়ীদের কাছে সুন্দর আগামীর পথে এগিয়ে যাব একসাথে, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির গড়ার লক্ষ্যে দাড়িপাল্লায় মার্কায় ভোট কামনা করেন।
শামীম সাঈদী এসময় বলেন, ‘আমাদের দল ক্ষমতায় গেলে আপনাদের কোনো চাঁদা দিতে হবে না। আপনারা নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। সাধারণ জনগণ আমাদের দল দ্বারা নিরাপদ থাকবে। এই ওয়াদা আমি আপনাদের দিচ্ছি। একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের সরকার গঠনের সুযোগ করে দিয়ে দেখেন। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, সাবেক আমির মাওলানা সিদ্দিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা গোলাম মোস্তফা মুসা সহ স্থানীয় নেতৃবৃন্দ।



