সালথায় ধর্ম অবমাননার অভিযোগে পল্লী চিকিৎসক আটক

‘এ ঘটনায় ধর্ম অবমাননার বিধানে মামলা দায়ের করা হয়েছে। আটক শেখ আক্তার হোসেনকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।’

পল্লী চিকিৎসক আক্তার হোসেন
পল্লী চিকিৎসক আক্তার হোসেন |নয়া দিগন্ত

নগরকান্দা-সালথা (ফরিদপুর) সংবাদদাতা

ধর্ম অবমাননার অভিযোগে ফরিদপুরের সালথা উপজেলার বাউশখালী গ্রাম থেকে পল্লী চিকিৎসক শেখ আক্তার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সম্প্রতি বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতার ও তার বক্তব্যকে কেন্দ্র করে ‘ধর্মের নামে ভিন্নমত দমন’ শিরোনামে ১২ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন মন্তব্য ও বিতর্কিত বক্তব্য প্রচারের অভিযোগ ওঠে আক্তার হোসেনের বিরুদ্ধে।

ওসি আরো জানান, এ ঘটনায় ধর্ম অবমাননার বিধানে মামলা দায়ের করা হয়েছে। আটক শেখ আক্তার হোসেনকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকায় এই ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও পুলিশের দাবি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

Topics