মানিকগঞ্জের সাটুরিয়ায় যুবলীগ নেতা মাফিজুর রহমান শহীদুল্লাহকে (৪৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ধানকোড়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাফিজুর উপজেলার সাহেবপাড়া গ্রামের বাসিন্দা মইনুদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি।
সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে সাটুরিয়া থানায় এসআই আবু রায়হান বাদি হয়ে একটি মামলা করেন। ওই মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



