তারেক রহমানের উপহার পেলেন কটিয়াদীর ক্ষুদে ফুটবলার

কিশোরগঞ্জের কটিয়াদীর সেই ভাইরাল ক্ষুদে ফুটবলারের বাড়িতে উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
তারেক রহমানের উপহার পেলেন কটিয়াদীর ক্ষুদে ফুটবলার
তারেক রহমানের উপহার পেলেন কটিয়াদীর ক্ষুদে ফুটবলার |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফেকামারা গ্রামের সেই ভাইরাল ক্ষুদে ফুটবলার জিসানের বাড়িতে উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফেকামারা গ্রামে জিসানের পরিবারের কাছে তারেক রহমানের উপহার হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

এসময় আমিনুল হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসানের ফুটবল খেলার ভিডিও দেখে মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কিছু ক্রীড়া সামগ্রী ও অর্থ উপহার পাঠিয়েছেন। তাছাড়া জিসানের পড়াশোনা ও খেলাধুলার সকল দায়িত্বও নিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, উপজেলা যুব দলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুল ও উপজেলা ছাত্রদলের সভাপতি তশরিফুল হাছিবসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।