বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা: সালাউদ্দিন বাবু বলেছেন, ‘বিগত সময়ে বিএনপি নেতাকর্মীদের উপর যারা হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পর, তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।’
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আশুলিয়ার বাইপাইলস্থ এলাহি কমিনিটি সেন্টারে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ খন্দকার মামুন বিপ্লবের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: সালাউদ্দিন বাবু বলেন, ‘যাদের কারণে মামুন বিপ্লব শহীদ হয়েছে, যাদের কারণে থানায় বসে চৌদ্দগোষ্ঠীর ঠিকানা লিখে আমাদেরকে মামলা দিয়েছে, যাদের কারণে কোনো বাসায় আমাদের নেতাকর্মীরা পালিয়ে ছিল, তারা সেই সব বাসা চিনিয়ে দিয়েছে পুলিশকে! তারা অনেকেই আমাদের কোনো কোনো নেতার সাথে ব্যবসা বাণিজ্যের সুযোগ-সুবিধা নিয়ে, এখন মনে করছে আমিত বিএনপিতে ঢুকে গেছি, আমাকে কেউ কোন কিছু বলবে না। পরিস্থিতির কারণে অনেক রকম ঘটনা আছে সব কথা বলতে পারছি না। কিন্তু ইলেকশনের পরে তাদের ধইরা আইনা মামলা দিয়া যা যা করা দরকার করবো।’
তিনি বলেন, ‘আমাদের কাছে সব ভিডিও ক্লিপ আছে, একটা টো শব্দও চলবে না এবং যারা সেল্টার দিবে তারা দল থেকে বহিষ্কার হবে, সে যত বড়ই নেতা হোক। পরিস্থিতির কারণে এখন আমরা কিছু বলতে পারছি না। তোমাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য, আওয়ামী লীগের দোসরকে তুমি সেল্টার দিবা, বিএনপির নেতাকর্মীরা অনেকে অনেক কিছু পায়না, আর সেই আওয়ামী লীগের লোকেরা এখনো ঘরে বইসা পাচ্ছে। তাদের সহায়-সম্পত্তি আমাদের অনেকে পাহাড়া দিচ্ছে, এটা হবে না। অপেক্ষা করেন, আমি দায়িত্ব নিলাম। ইলেকশনের পরে আমাকে বইলেন, ভাই আপনিতো বলছিলেন, এখন আমরা ব্যবস্থা নেব। কি করা যায় করেন।’
প্রধান অতিথি এসময় বলেন, ‘এই মাস থেকে প্রতি মাসে মাসে একটি অনুদান এই পরিবারের হাতে কিছু কিছু তুলে দেব ইনশাআল্লাহ।’
এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা সবাই জানি আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমরা সেটা বললাম, আমরা ছাড় দেই, ছেড়ে দেই না। অপেক্ষা করেন, সময় মতো এগুলার সব বিচার আশুলিয়ার মাটিতে, সাভারের মাটিতে হবে।’
প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন।
স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এসময় শহীদ খন্দকার মামুন বিল্পবের পরিবারের হাতে এক লাখ টাকা অনুদান হিসেবে দেয়া হয়।