কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকার খরের দ্বীপ এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ আগস্ট) সকালে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার দুপুরের দিকে হ্নীলা বিজিবির সদস্যরা নাফ নদীর খরের দ্বীপ এলাকায় নদী পথে বিশেষ অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক কিছু লোকের উপস্থিত টের পায়। এ সময় বিজিবি সদস্যদের দেখে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে মিয়ানমারের অভ্যন্তরে নৌকাযোগে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ওই এলাকায় দিনভর অভিযান চালায় বিজিবি। এ সময় ওই দ্বীপে তল্লাশি চালিয়ে নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় ২টি জি-থ্রি রাইফেল, ১টি বিদেশী অস্ত্র এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে২), ১টি এলএম-১৬ ও ৮টি ম্যাগাজিনসহ মোট ৫০৭ রাউন্ড গুলি (১৯৯ রাউন্ড জি-৩, ১২০ রাউন্ড এমএ-১ ও ১৮৮ রাউন্ড এলএম-১৬) ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র কোনো কিছুই সীমান্তে প্রবেশ করতে দেয়া হবে না। উদ্ধারকৃত অস্ত্রসমূহ সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারি অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে। ধারণা করা হয়, এগুলো যেকোনো সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান অথবা নাশকতার উদ্দেশে মজুদ করা হয়েছিল। গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শনাক্তকরণের চেষ্টা চলছে।’
এদিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।