দিনাজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ নারী নিহত

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গণমাধ্যমকে জানায়, এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। পরে পুলিশসহ অন্য সূত্রগুলো চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দুর্ঘটনাস্থল ও দুর্ঘটনাকবলিত গাড়ি
দুর্ঘটনাস্থল ও দুর্ঘটনাকবলিত গাড়ি |নয়া দিগন্ত

দিনাজপুরের দশমাইলে মিনিবাসের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের ইয়াকুবের স্ত্রী মর্জিনা, আমিনুল ইসলামের স্ত্রী এনজিওকর্মী তানজিমা, আনোয়ার হোসেনের স্ত্রী সুমী আক্তার, আবদুস সালামের স্ত্রী সাদিয়া। নিহতরা সবাই একে অপরের জা।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গণমাধ্যমকে জানায়, এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। পরে পুলিশসহ অন্য সূত্রগুলো চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে।

আহতদের মধ্যে অটোচালকসহ তিনজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে দিনাজপুর শহর থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে কাহারোলের কান্তনগর রাস মেলায় যাচ্ছিল। নসিপুর নামক স্থানে পৌঁছালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা নাসিব পরিবহনের একটি বাস অটোটিকে ধাক্কা দেয়। এতে এটি দুমড়ে মুচড়ে যায় এবং এতে থাকা তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় অটোটির চালকসহ আরো পাঁচজন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা দিনাজপুর সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক বাসটিকেও জব্দ করেছে পুলিশ।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন, মর্মান্তিক এ দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান ও যান চলাচল স্বাভাবিক করেছে। তবে দুর্ঘটনা ও আহতদের ধরন দেখে মনে হচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।