প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ

জুলাই গণহত্যার বিচারে সাধারণ মানুষের মোবাইলে তোলা ছবিও ভূমিকা রাখছে

ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট জাকের উল্লাহর সভাপতিত্বে প্রোগ্রাম সঞ্চালনা করেন কার্যকরী পরিষদ সদস্য রুয়েটের মেধাবী ছাত্র মাঈন উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ
প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ |নয়া দিগন্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেছেন, ‘জুলাই গণহত্যার বিচারের কাজে সাধারণ মানুষের মোবাইলের ছবিগুলো বিচারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

বুধবার (১১ জুন) বাঁশখালী স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক আব্দুল্লাহ বলেন, ‘যে ফ্লেভার ইউনিভার্সিটি লেভেলে উঠে ফটোগ্রাফার সোসাইটির মাধ্যমে পাওয়া যায় সাধারণত, সেটা বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যানারে এখানে পাচ্ছে শিক্ষার্থীরা -এমন ইউনিক কনটেস্টের আয়োজনের জন্য বিএসডব্লিউএফ’কে ধন্যবাদ।’

তিনি আরো বলেন, ‘গর্বের বিষয় হলো, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছে ফটোগ্রাফিতে এরকম মেধাও আমরা সন্ধান পেয়েছি এবারের কনটেস্টে।’

‎ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট জাকের উল্লাহর সভাপতিত্বে প্রোগ্রাম সঞ্চালনা করেন কার্যকরী পরিষদ সদস্য রুয়েটের মেধাবী ছাত্র মাঈন উদ্দীন।

পৌরসভার রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত সভায় ‎ আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক হামেদ হাসান ইলাহী, ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য ভূমি কর্মকর্তা মিজানুল কবির, কাশেম সিকদার, আনিসুর রায়হান, সাইফুল আজম ও মুবিনুল হক। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবরার হাসান রিয়াদের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের কার্যক্রম সমাপ্ত হয়।