বৈরী আবহাওয়ায় ভোলার ১০ নৌ-রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ

আজসহ টানা পাঁচ দিন ধরে ভোলা জেলার ইলিশ থেকে লক্ষ্মীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bhola
ইউএনবি

মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় মঙ্গলবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় মাঝারি বৃষ্টি এখনো হচ্ছে। টানা বৃষ্টিতে ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সাধারণ শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এতে করে অটোরিকশা চালকদের আয় কমে গেছে। শহরের লোকজন কম থাকায় মৌসুমী ফল ব্যবসায়ীরা বেঁচা বিক্রি কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন।

এদিকে, সাগর উত্তাল হওয়ায় আজ মঙ্গলবারও সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা রয়েছে। এতে করে আজসহ টানা পাঁচ দিন ধরে ভোলা জেলার ইলিশ থেকে লক্ষ্মীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীরা পারাপার করেছেন।

ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। গতকালের চেয়ে আজ বৃষ্টিপাত আরো বেশি হয়েছে। ভোলা জেলায় সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা পাঁচ দিনে মোট ১৩৭.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী দুয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মো: জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্র উত্তাল হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে আজও ৩ নাম্বার সতর্ক সংকেত জারি করা রয়েছে। তাই আজ মঙ্গলবার টানা পঞ্চম দিনের মতো ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-ঢাকা রুটসহ অভ্যন্তরীণ ১০টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। অবৈধ নৌযান চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি