ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকতে দেখা যায়।
আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান ভূইয়া সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া সাধারণ সম্পাদক আখতার হোসেনের সঞ্চালনায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোবারক হোসেন আকন্দ।
এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, জেলা এনডিএফ-এর সভাপতি ডা: এম এ হানিফ, জেলা অফিস সেক্রেটারি মুহাম্মদ মনিরুজ্জামান, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার নাইমুর রহমান, সমাজসেবক জায়েদুল হক জাবেদ মুন্সি প্রমুখ।
উপজেলা জামায়াতে ইসলামীর একাধিক দায়িত্বশীল নেতা জানান, ‘বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর পর্যন্ত ১২ জন ডাক্তার কয়েকটি বুথে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন।’
এ ব্যাপারে জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মোবারক হোসেন বলেন, ‘মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী নিবেদিত হয়ে কাজ করছে। মানবসেবার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে রোগীদের ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এতে সহস্রাধিক রোগী ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে চিকিৎসাসেবা নিয়েছেন। এতে আমাদের আয়োজন স্বার্থক হয়েছে।’