বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি হচ্ছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রধান শক্তি। বিএনপি কারো সাথে কখনো আপস করেনি, করবেও না। দেশের মানুষের কাছে বিএনপির অবস্থান অনেক পরিষ্কার।’
তিনি বলেন, ‘সারা দেশে পুরুষ-নারীরা ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে। ধানের শীষের জোয়ার চলছে। বিএনপির স্লোগান এখন সবার আগে বাংলাদেশ। দেশের মানুষের কাছে সবচেয়ে আস্থার নাম হচ্ছে বিএনপি। বিএনপির জন্ম হয়েছে মানুষের আস্থার মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়ে।’
শনিবার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সকালে আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া, কাপুড়িয়া পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আমীর খসরু।
আমীর খসরু বলেন, ‘বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রথম স্থাপন করেছেন বিএনপি, গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, সংসদীয় গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার দল হচ্ছে বিএনপি।’
তিনি বলেন, ‘যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতি করতে চায় না, তারা প্রোপাগান্ডার মাধ্যমে রাজনীতি করতে চায়। অন্য কৌশলে রাজনীতি করতে চায়। অন্যেদের সাথে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার যাদের অভ্যাস আছে তাদের মাথায় এগুলো আসে, আমাদের মাথায় এগুলো আসে না। আসলে তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই।’
‘যেখানে যাচ্ছি মানুষের ঢল নেমেছে, ধানের শীষের পক্ষে নেমেছে, বেগম জিয়ার পক্ষে নেমেছে, শহীদ জিয়ার পক্ষে নেমেছে, তারেক রহমানের পক্ষে নেমেছে, বাংলাদেশের পক্ষে নেমেছে,’ বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে তারেক রহমানের জনসভায় বিএনপির নেতাকর্মীদের চেয়ে বেশি আসবে সাধারণ জনগণ। এটি হবে সর্বসাধারণের জনসভা।’
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক কাজি বেলাল, চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূইঁয়া, বিএনপি নেতা মোহাম্মদ জাহেদ প্রমুখ।
সূত্র : বাসস



