মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনী সর্বসাধারণের জন্য যুদ্ধজাহাজ প্রদর্শনীর আয়োজন করেছে। এ সময় জাহাজটি দেখতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। এতে কর্তৃপক্ষ দর্শকদের জাহাজের খুঁটিনাটি সব কিছু দেখানোর ব্যবস্থা করেন। এছাড়া কর্মকর্তারা জাহাজের অস্ত্র ও কার্যক্রম সবার সামনে তুলে ধরেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলা দিগরাজ নেভাল বার্থে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ সময় বিশেষভাবে সাজানো বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) আবু বকর দেখতে পেয়ে দর্শনার্থীদের আনন্দ প্রকাশ করতে দেখা যায়। প্রদর্শনীতে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও সুশৃঙ্খল আয়োজন সবাইকে মুগ্ধ করে।
দর্শনার্থীরা জানান, সাধারণ সময়ে মানুষের পক্ষে যুদ্ধজাহাজ দেখার সুযোগ থাকে না। তাই এদিন শিশুসহ নারী-পুরুষ সব মানুষের প্রদর্শনীতে ভিড় করে।
এর আগে দিবসের শুরুতে খুলনা নৌ অঞ্চল কমান্ডার স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহের সমাধিতে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় বানৌজা আবু বকরের অধিনায়ক জানান, যুদ্ধজাহাজের মাধ্যমে সমুদ্র সীমায় নিরাপত্তা প্রদান ও অবৈধ পাচার রোধসহ সব ধরনের অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।



