সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৮

শনিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জের বুরাই গাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
বাস-পিকআপ সংঘর্ষ
বাস-পিকআপ সংঘর্ষ |নয়া দিগন্ত

সুনামগঞ্জের ছাতকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহনের একটি বাসের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে রাকিব হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো আটজন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দগঞ্জের বুরাই গাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব যশোরের মনিরামপুরের বেগারিতলা বাজার এলাকার বাসিন্দা এবং পিকআপ ভ্যানটির চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা এনা পরিবহনের বাসটি সুনামগঞ্জে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি সড়কের পাশের একটি খালে পড়ে যায় এবং পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় সাত থেকে আটজন আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করেন। গুরুতর আহত দু’জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের লোকজন সুনামগঞ্জে আসলে আইনি কার্যক্রম শেষে লাশ হস্তান্তর করা হবে।