সিলেট সীমান্তে ভারতীয় গরুসহ ৩১ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

বর্ডার গার্ড ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় গরুসহ চোরাই মালামাল জব্দের তথ্য জানানো হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জব্দকৃত ভারতীয় গরু
জব্দকৃত ভারতীয় গরু |নয়া দিগন্ত

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে প্রায় ৩১ লাখ টাকার ভারতীয় গরু ও মহিষসহ চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১টায় ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার ভোরে কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (জকিগঞ্জ) সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল। অভিযান চালিয়ে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৮১৬ কেজি ভারতীয় সুপারি ও দু’টি সিএনজি জব্দ করে। জব্দকৃত সুপারি ও সিএনজির বাজার মূল্য ২০ লাখ আট হাজার টাকা।

অপরদিকে রোববার জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায় ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপির সদস্যরা। সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ পাঁচটি ও গরু তিনটি আটক করা হয়। আটককৃত মহিষ ও গরুর বাজার মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা। এই দুই অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩০ লাখ ৬৮ হাজার টাকা বলে জানায় বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার পিএসসি নয়া দিগন্তকে জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।