দৈনিক নয়া দিগন্তের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা সংবাদদাতাসহ চার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় সোমবার (১১ জুলাই) রাতে অভিযুক্ত মনিরুল ইসলামের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।
অন্য তিন সাংবাদিক হলেন, লালন সরকার (দৈনিক আজকের বসুন্ধরা, দেবীগঞ্জ প্রতিনিধি), মো: ওয়ারেছুর রহমান নয়ন (দেবীগঞ্জ ব্রেকিং নিউজ), ও মো: নাহিদ সিদ্দিক বাপ্পী (দৈনিক সকালের বাণী, দেবীগঞ্জ প্রতিনিধি)।
সূত্রে প্রকাশ, পূর্বদেবীডুবা বারঘড়িয়া পাড়া গ্রামের বাসিন্দা মো: আনোয়ারুল ইসলাম, মো: হোসেন আলী (হুসেন), মনিরুল ইসলাম, জামিনুল রহমান, রবিউল ইসলামের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। স্থানীয় প্রতিনিধিরা সংবাদ সংগ্রহের জন্য তাদের কাছে গেলে তারা তথ্য দিতে গড়িমসি করেন। এক পর্যায়ে হুসেন আলীর ছেলে মিজানুর রহমানের মোবাইল ফোনের মাধ্যমে মানিউর রহমান মিলন নামে এক ব্যক্তি গণমাধ্যমকর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং রশি দিয়ে বেঁধে প্রাণনাশের হুমকি দেন। সাংবাদিকরা কেন সংবাদ সংগ্রহ করতে গেছেন এ জন্যই তাদের হুমকি দেয়া হয়।
এরপর সাংবাদিকরা থানায় সাধারণ ডায়েরি করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহের রানা বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ঘটনায় পঞ্চগড়ে কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।