ভোলায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় সদর উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আহসান হাফিজ ও ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালকের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
ভোলায় উদ্ধার হওয়া ইয়াবা ধ্বংস করছে যৌথ বাহিনী
ভোলায় উদ্ধার হওয়া ইয়াবা ধ্বংস করছে যৌথ বাহিনী |নয়া দিগন্ত

ভোলায় কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে উদ্ধার হওয়া দুই লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা (মাদক) ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য নয় কোটি টাকা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় সদর উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আহসান হাফিজ ও ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালকের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।

এ সময় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো: সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেল ২৬ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে ঝাউবন এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন ও র‌্যাবের যৌথ সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি বস্তা তল্লাশি করে এসব ইয়াবা (মাদক) উদ্ধার করা হয়।