গাজীপুরে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রী

বুধবার দুপুরে শ্রীপুরের বরর্মী ত্রিমোহনী এলাকায় সুতি নদীতে ব্রিজের ওপর থেকে ঝাঁপ দেয় এক তরুণী।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুরে ব্রিজ থেকে সুতি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজ ছাত্রী
গাজীপুরে ব্রিজ থেকে সুতি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজ ছাত্রী |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে ত্রিমোহনী ব্রিজের ওপর থেকে সুতি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন লমিয়া (১৮) নামে এক কলেজছাত্রী।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে সে লাফিয়ে পরে নদীতে তলিয়ে যায়।

নিখোঁজ লামিয়া গফরগাঁও উপজেলার পাগলা থানার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। এখন পর্যন্ত সে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বুধবার দুপুরে শ্রীপুরের বরর্মী ত্রিমোহনী এলাকায় সুতি নদীতে ব্রিজের ওপর থেকে ঝাঁপ দেয় এক তরুণী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালালেও এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। কেন ঝাঁপ দিয়েছে তার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, লামিয়া গফরগাঁও উপজেলার পাগলা থানার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তবে কি কারণে নদীতে ঝাপ দিয়েছে তা জানা যায়নি।