রাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি বাজারে সরকারি খাদ্য গুদামের চাল অবৈধভাবে মজুদের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। পরে তিনটি মুদি দোকানের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকাল থেকে করল্যাছড়ি বাজারে সন্দেহজনক বেশ কয়েকটি দোকানে জোন অধিনায়ক লে. কর্নেল মোর্শেদের নির্দেশনায় ও করল্যাছড়ি সাব জোন কমান্ডার লেফটেন্যান্ট সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
পরে বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত আদালত পরিচালনা করে শামীম স্টোর, ইউসুফ স্টোরের মালিক আব্দুল মালেক ও বিল্লাল স্টোরের মালিক হামিদ মিয়ার দোকান থেকে আনুমানিক ১৫০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। পরে তিনজনকেই পৃথকভাবে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
পৃথক অভিযানে কাপ্তাই লেক দিয়ে যাওয়ার সময় আরো ৬৮ বস্তা চাল জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। মাইনী জোন কর্তৃক জব্দকৃত এ চাল সরকারি কোষাগারে জমা দেয় সেনাবাহিনী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দীন মাহমুদ বলেন, চালগুলো যাদের কাছে পেয়েছি তাদেরকে অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে সরকারি মালামাল অবৈধভাবে মজুদ বা বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকান সিলগালা করে দণ্ডবিধি অনুযায়ী কারাদণ্ড প্রদান করা হবে।
জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের ভরসার স্থান বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এমন নজর থাকলে খেটে খাওয়া মানুষরা নিরাপদে থাকবে।