মাদারীপুরের শিবচরে পাগলা কুকুরের এলোপাতাড়ি কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাহানা বেগম (৫০), মজিদ কাজী (৭০), নুসরাত (৭) এবং অজ্ঞাত আরো নয়জন। তাদের মধ্যে ছয়জন একই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী নুসরাতের দাদা জানান, ‘আমার নাতনী বাড়ির সামনে খেলা করছিল। সেখানে পাগলা কুকুর এসে তার শরীরের বিভিন্ন অঙ্গে কামড় দেয়। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কুকুরকে ধাওয়া দিলে পালিয়ে যায়।’
আ: মজিদ কাজী জানান, ‘আমি একজন দিনমজুর। কাজের জন্য রাস্তায় বের হই। এ অবস্থায় কয়েকটি কুকুর আমাকে ঘিরে ধরে এবং শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়।’
শাহানা বেগম জানান, ‘আমি রান্না করার জন্য ঘর থেকে রান্না ঘরে যাওয়া সময় বাড়ির উঠানে কয়েকটি কুকুর আমাকে ঘিরে ধরে। পরে আমার দু’পায়ে কামড় দেয়। এতে আমার মারাত্মক জখম হয়।’
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা: শায়লা পারভীন জানান, ‘আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে কোনো ভ্যাকসিন নেই। বাহির থেকে আনতে হয়। যদি আমাদের হাসপাতাল থেকে ভ্যাকসিন দিতে পারতাম তাহলে রোগীরা আরো উপকৃত হতো।’



