শ্রীপুরে র‌্যাবের গাড়িতে হামলায় আটক ১৪

তখন স্থানীয়রা দাবি করেন- ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। এমন অভিযোগে র‌্যাবের গাড়ি ভাংচুরসহ তাদের অবরুদ্ধ করে রাখেন তারা।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Sripur
শ্রীপুরে র‌্যাবের গাড়িতে হামলায় আটক ১৪
শ্রীপুরে র‌্যাবের গাড়িতে হামলায় আটক ১৪ |ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের গাগি আটক করে সড়ক অবরোধের ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা ও গাড়ি ভাংচুরের অভিযোগে শ্রীপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদর দফতরের ওয়ারেন্ট অফিসার জাফর ইকবাল দুই নারীসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় শ’ জনকে আসামি করে মামলা দুটি করেছেন।

জানা যায়, রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা এলাকায় মোশারফ নামে এক অটোরিকশার পার্টস ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেন র‌্যাবের সদস্যরা।

তখন স্থানীয়রা দাবি করেন- ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। এমন অভিযোগে র‌্যাবের গাড়ি ভাংচুরসহ তাদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে রাত পৌনে ৮টার দিকে সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন এবং র‌্যাব সদস্যদের উদ্ধার করেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, এই ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে পৃথক দুটি মামলা করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত ১৪ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।