লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশের সাথে স্থানীয় বিএনপির নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) বিএনপির দুইজনকে আটকের ঘটনায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বুধবার লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের অ,বাজার নামক স্থানে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ চাঁদাবাজির অভিযোগে বেলাল ও সোহেল নামে দুইজনকে আটক করে এক মাসের জেল দেন। এ ঘটনায় রাতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা থানায় গিয়ে ওই দুইজনকে আটকের প্রতিবাদ করলে পুলিশের সাথে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়ে একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা আটক ওই দুইজনকে মুক্ত করে নেয়। সংঘর্ষে বিএনপি নেতা বাদশা জাহাঙ্গীর মোস্তাজীর চপলসহ প্রায় ১৫ জন আহত হয়। এদের মধ্যে চপলের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।
এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘষের ঘটনায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি দাবি করেন, পাটগ্রাম উপজেলায় সরকার কতৃক অনুমোদিত সাইটগুলো থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া পাথর বালুর ট্রাক থেকে চাঁদাবাজি করা হয়। এভাবে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি করলে দেশ সংস্কার হবে কিভাবে?
স্থানীয় পাথর বালু ইজারাদার পৌর যুবদল নেতা মাহমুদ হোসেন রাব্বী ফেসবুক লাইভে এসে ওসি মিজানুর রহমানের শাস্তি ও তাকে দ্রুত প্রত্যাহার দাবি করে বলেন, তারা পাটগ্রাম উপজেলার নয়টি মৌজা টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়ে তারা সরকারের কাছ থেকে ইজারা নিয়েছেন বলে দাবি করেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘আমি ও ডিআইজি স্যার পাটগ্রামে আসতেছি, এসে বিস্তারিত জেনে তারপর কথা বলব’
এ বিষয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সমন্বয়ক এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার হাসান রাজিব প্রধানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে, তিনি কল রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলে তিনি তাও প্রতিউত্তর দেননি। ফলে উদ্ভুত পরিস্থিতিতে বিএনপির কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় স্থানীয় বিএনপি আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন।