ফরিদপুরে একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

তার বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি, সদরপুর ও চরভদ্রাসনসহ বিভিন্ন থানায় হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। |সংগৃহীত

ফরিদপুর শহরের টেপাখোলা থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ সোহাগ মৃধা (৩৬) নামের একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে এ তথ্য জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এর আগে সোমবার রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোহাগ মৃধা ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে। সে পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি, সদরপুর ও চরভদ্রাসনসহ বিভিন্ন থানায় হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে সোহাগ মৃধাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।