ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে সানজিদা বেগম (২৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে এ ঘটনা ঘটে।
সানজিদা বেগম ওয়ারুক গ্রামের প্রবাসী আল আমিনের স্ত্রী। তার আড়াই বছরের এক ছেলে রয়েছে এবং তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
জানা যায়, বুধবার বিকেলে আকাশে মেঘ দেখা দিলে সানজিদা বাড়ির পাশে শুকাতে দেয়া ধানের খড়কুটো জমাতে যান শাশুড়ী ও জায়ের সাথে। এমন সময় হঠাৎ করে বজ্রপাত শুরু হয়ে গেলে বজ্রপাতের আঘাতে সানজিদা বেগম আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
সানজিদার স্বামী আল আমিন ছুটিতে দেশে এসেছিলেন, বৃহস্পতিবার (১ মে) চলে যাওয়ার নির্ধারিত তারিখ, এই সময়ে তার স্ত্রী মুত্যু, পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘বজ্রপাতে একজন নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে, বজ্রপাতে মারা যাওয়ার কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’