বরগুনার পাথরঘাটায় ২৪১ পিস ইয়াবাসহ ছগীর ফরাজী নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কোর্টে নেয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত এবং মাদক ডিলার হিসেবে পরিচিত।
ছগীর ফরাজী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার সেকান্দার আলী ফরাজীর ছেলে।
জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরে ছগীর ফরাজীর গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছিল। পরে শুক্রবার দুপুরে গোপন সংবাদের বিত্তিতেকোস্টগার্ডের একটি বিশেষ টিম অভিযান পরিচালনার সময় পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ এলাকায় তাকে বহন করা মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করার পরে ২৪১ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পাথরঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা মুঠোফোনে জানান, শুক্রবার রাতে ২৪১ পিচ ইয়াবাসহ ছগীর ফরাজী নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। পরে শনিবার তাকে আদালতে পাঠানো হয়।



