পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকের ভোল্ট থেকে ১২ লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া কম্পিউটারের হার্ডডিস্ক ও সিসিটিভি ভাঙচুর করে হার্ডডিস্ক নিয়ে যায় তারা।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ব্যাংকে ঢুকে এমন ঘটনা দেখতে পায় কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করছেন তারা।
ওই শাখার ম্যানেজার রাসেল প্রামাণিক জানান, সকালে অফিসে ঢুকে কম্পিউটার ভাঙা ও চেয়ার এলোমেলো দেখি। একইসাথে পাশের জানালার গ্রিলও ভাঙা দেখতে পাই। পরে অফিসের সিনিয়র কর্মকর্তাদের জানাই।
শাখার ইনচার্জ নাঈম হাসান জানান, খবর পেয়ে এসে এমন অবস্থা দেখি। ব্যাংকের ভোল্টে রাখা ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা ভেঙে চুরি করে নিয়ে গেছে। সম্ভবত জানালার গ্রিল কেটে ঢুকেছিল তারা। অফিসের সিসিটিভি ভাঙচুর করে সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। এছাড়া কম্পিউটারের দুইটি হার্ডডিস্কও নিয়ে যায় তারা। চেয়ারে তাদের স্পষ্ট পায়ের ছাপও পাওয়া গেছে।
পাবনা সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা একটা চুরির অভিযোগ পেয়েছি। ভোল্ট থেকে টাকা নিয়ে গেছে। এটি চুরি নাকি অভ্যন্তরীণ বিষয় তা তদন্তের পর বলতে পারব।’