বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

বুধবার উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহনের দাবিতে মানববন্ধন।
বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহনের দাবিতে মানববন্ধন। |নয়া দিগন্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)-এর উদ্যোগে লালপুরে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে।

আজ বুধবার উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে ‘শিক্ষা মোদের দাবি নয়, শিক্ষা মোদের অধিকার, বৃত্তি ফিরিয়ে দাও, বৈষম্য হটাও, প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন? শিক্ষা উপদেষ্টা জবাব চাই, বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যহীন শিক্ষা চাই, শিক্ষা আমার অধিকার বৃত্তি আমার অহংকার, শিক্ষার মঞ্চে সমান অধিকার চাই'-সহ বিভিন্ন লেখা সম্বলিত বিভিন্ন ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের এ ধরনের সিদ্ধান্তের কারণে এ উপজেলায় কিন্ডারগার্টেন ও বেসরকারি পর্যায়ের ৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণির সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হতে চলেছে।

বক্তারা এসব শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ দানের মাধ্যমে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান জানান।

সংগঠনের কার্যনির্বাহী সদস্য পদ্মা কিন্ডারগার্টেনের পরিচালক মো: রাজিব হোসেনর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো: সাইদুজ্জামান, অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মো: মতিউর রহমান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, রাইসা ইসলাম, আফিয়া আমিনা, জান্নাতুল মাওয়া প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।